× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মিজানের গবেষণায় আকৃষ্ট হয়েছিলাম

প্রথম পাতা

তামান্না মোমিন খান
১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

আইনি বিষয়ে আলোচনা-পরামর্শের জন্য প্রায়শই আমার কাছে আসতেন। নানা বিষয়ে কথা হতো। তার গবেষণাধর্মী কাজ আমাকে আকৃষ্ট করেছিল। বেঁচে থাকলে তিনি এমন আরো অনেক কাজ করে যেতে পারতেন। প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খানকে নিয়ে কথাগুলো বলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম। আইন ও সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ সাংবাদিক মিজানুর রহমান খানের স্মৃতিচারণ করে আমীর উল ইসলাম বলেন, উনি আমার খুব ঘনিষ্ঠ একজন ছিলেন। যেকোনো সময় আমার চেম্বারের দুয়ার তার জন্য খোলা ছিল। তিনি নানা বিষয় নিয়ে আলোচনা করতেন।
মিজান আসতেন, আইন ও সংবিধান বিষয়ে অনেক প্রশ্ন করতেন এবং প্রশ্নগুলো খুব ভাইটাল হতো। জটিলও। অনেক আলোচনা হতো। অনেক সময় আবার আমি একটা বিষয়ে বলতাম তিনি আবার বলতেন স্যার এটার তো অন্য একটি দিকও আছে। আমরা খুব ক্রিটিক্যালি আলোচনা করতাম অনেক বিষয় নিয়ে। এটা একটা পরামর্শের মতো ছিল। অনেক সময় আমিও আসতে বলতাম। আগে হয়তো কোনো বিষয়ে আলোচনা করেছি সে বিষয়ে আবার আলোচনার জন্য এ রকম সম্পর্ক ছিল আমাদের মধ্যে। উনার যে গবেষণামূলক কাজ এটাও আমাকে আকৃষ্ট করেছে। কিছুদিন আগেও উনি যে বইটি লিখেছেন বঙ্গবন্ধু হত্যার বিষয়ে মার্কিন দলিলপত্র সেই বইটা খুঁজে পাচ্ছিলাম না। তো উনাকে বললাম। উনি মাসখানেক আগে সেই বইটা আমাকে এসে দিয়ে গেলেন। অনেক সময় তার নামে মামলা হতো। তিনি পত্রিকায় কলাম লিখতেন। সেসব মামলায় আমি তাকে ডিফেন্স করতাম। কিছুদিন আগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে একটি মামলা হয়েছিল। বন্ধুসভার একটি ছেলের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য। তখনও মিজান ছোটাছুটি করলো। মতিউর রহমানকে সঙ্গে নিয়ে আমার চেম্বারে আসলেন। যখনই কোনো সংকট হতো মিজান কিংবা প্রথম আলোর তিনি আমার কছে আসতেন। তাকে খুব মিস করছি আমি। মিজানের নানা বিষয়ে গবেষণামূলক কাজগুলো আছে এবং সংবিধান ও আইনের ওপর তার যে দখল ছিল তিনি হয়তো বেঁচে থাকলে আরো অনেক বই লিখতেন। শুধু আমার কাছে নয়, তিনি আইনজীবী সমাজের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সুপ্রিম কোর্টে তার যে জানাজা হয়েছে সেখানে সবার অংশগ্রহণ প্রমাণ করে তিনি কত প্রিয় ছিলেন আইন অঙ্গনে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর