× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে ৩০০০ সাইটে ভ্যাকসিন দেয়া শুরু হচ্ছে শনিবার

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) জানুয়ারি ১৪, ২০২১, বৃহস্পতিবার, ৯:৫২ পূর্বাহ্ন

ভারতে ৩০০০ সাইটে কোভিড ভ্যাকসিন দেয়া শুরু হচ্ছে শনিবার। মরণ রোগ কোভিডকে জয় করার এই অভিযানে প্রথম দফায় কোভিড যোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়া হবে। দু সপ্তাহের মধ্যে সাইটের সংখ্যা করা হবে ৫০০০।  মার্চের মধ্যে ১২০০০ সাইট থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে। প্রতি সাইটে প্রথম দিন ১০০ জনকে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা আছে। পাঁচজন করে কর্মী থাকছেন সাইটপ্রতি। এর মধ্যে একজন ভ্যাক্সিনেটর। সাইট প্রতি কোভিশিল্ড কিংবা কোভাকসিন দেওয়া হবে। অর্থাৎ যে শিবিরে কোভিশিল্ড দেওয়া হবে সেখানে কাউকে কোভ্যাকসিন দেয়া হবে না।
আবার একইভাবে যে শিবিরে কোভ্যাকসিন দেওয়া হবে সেখানে কোভিশিল্ড কেউ পাবেনা। চারসপ্তাহ বাদে একই ভ্যাকসিনের ডোজ আবার প্রাপকদের দেয়া হবে। এস্ট্রাজেনেকা -  অক্সফোর্ড ভ্যাকসিনের ভারতে উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ১কোটি ১০লাখ ডোজ এবং কোভ্যাকসিনের উৎপাদক ভারত বায়োটেক সরকারকে ৫৫লাখ ডোজ ভ্যাকসিন আপাতত সরবরাহ করেছে। মার্চের মধ্যেই খোলাবাজারে ভ্যাকসিন বিক্রি হবে বলে সরকারের আশা।  সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা অবশ্য জানিয়েছেন, তাঁরা প্রস্তুত। সরকারি অনুমোদন পেলেই তাঁরা ভ্যাকসিন সাধারণের জন্যে ফেব্রুয়ারিতেই বিক্রি করতে পারবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর