Very sad news
India and its present government has no record of trust. All the countries runs on own interest. But India in spite of its repeated promise, it now ignores everything. What a pity for Bangladesh and its responsible ministries?
মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের দেশ অনেক ভালো অবস্থায় আছে।গতকয়েক দিন শনাক্তের হার 5% এর কম বেশি এর মাঝেই আছে। মানুষ এখন অনেক সচেতন। তাই পরামর্শ হলো প্রচুর টাকা খরচ করে vaccine কেনার প্রয়োজন নাই। ধৈর্য্য ধরুন। আল্লাহ আমাদের হেফাজত করবে।
Anisul hoque is 100%right
We may abandon Indian vaccine. At the moment, we can sustain a few more days without vaccine. Because our condition is far better than India. Anyway, it is a universal truth that Don't keep all eggs in one basket. Why BD govt is so unmatured that they contacted only one supplier?
আমাদের উচিত ছিল একাধিক দেশ থেকে টিকা আনার পরিকল্পনা।এটা করলে অবশ্যই কোথাও থেকে পেয়ে যেতাম।এখন দরকার জরুরি ভাবে একাধিক দেশ থেকে আনার জন্য যোগাযোগ করা।
জীবন রক্ষাকারী টীকা নিয়ে ভারত এত টালবাহানা কেন করতেছে বুঝলাম না।
India not only unfaithful friends, They are Masters not friends?
Dear Mr. Anisul Islam thanks for your good opinion. I am agree with you. We have to come back from the dependency of India or China and improving practice of science and technology. I think India has no offence because they have to see their people's health first. So we have to committed that we will stand on own legs.
India is most communal and unfaithful neighbour of ours. That is why most of the Bangladeshies hate India.
ভারত আমাদের সু-সময়ের বন্ধু, অসময়ের বন্ধু হিসাবে তার কোন প্রমান তারা দেয় নি কোন দিন আর দিবেও না।
মোদিকে বিশ্বাস করা মননীয় প্রধান মন্ত্রীর ভুল হয়েছে।
খুবই দুঃখজনক বিষয় হোল আমরা নিজেরা বিজ্ঞান প্রযুক্তি কে সন্মান করব না বিজ্ঞান চর্চা করব না সব বিষয়ে ধর্মের সংযুক্তি ঘটিয়ে দৈব নির্ভরতার প্রচার চালাব আর করোনার মত দুর্যোগে ভারত চীনের দ্বারস্হ হব।ধর্মকে নিজ বিশ্বাসের মাঝে সীমায়িত করে রাষ্টিয়ভাবে বিজ্ঞান চর্চা কে কেন আমরা গুরুত্ব দিচ্ছি না? দেশজুড়ে চাকচিক্যপূর্ণ ধর্মপ্রতিষ্ঠান তৈরী না করে সে অর্থ প্রাথমিক শিক্ষালয়গুলোতে বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করে তুলছি না কেন ? সহজ একটি প্রশ্ন - আমাদের দেশের সব শ্রেণির মানুষের এখন চীনের প্রতি আস্হা নির্ভরতা বেড়ে যাচ্ছে;গত শতকের মধ্যভাগে চীনা বিপ্লবের পর চীন যদি ধর্মীয় বিষয়গুলোকে সীমায়িত না করে বিজ্ঞান চর্চায় বেশি গুরুত্ব না দিত তা হলে চীন কি আজকের মত বিশ্ব মহাশক্তি হতে পারত?চীনে কি এখনো রাষ্ট্রিয়ভাবে বিশ্বাস নির্ভর শিক্ষা ব্যবস্হাকে গুরুত্ব দেয়া হয়?তাই আমাদেরও সময় এসেছে বিশ্বাস নির্ভর শিক্ষা দর্শন থেকে বেড়িয়ে এসে বিজ্ঞান নির্ভর শিক্ষা কে রাষ্টিয়ভাবে পৃষ্ঠপোষকতা করার।এক্ষেত্রে চীনা দর্শনই আমাদের অনুসরণীয়।
বেইমানী করা আর কথার বরখেলাপ করা ভারতের জন্মগত অভ্যাস এই বিষয়টা এই দেশের সবাই বুঝে বুঝে না শুধু ভারতের দালালেরা..
Is India Trustworthy ?
দেবে না । ধোকাবাজ বিজেপি সরকার । যখন চায়না ট্রায়াল দিতে চেয়েছিল সচিব পাঠিয়ে তারা টিকা দিবে বলে তা বন্ধ করল । Bangladesh government shouldn't believe their promise. If they come with proposal of promise it should be written with detailed condition. Penalty for violation of promise. This promise is associated with life and death of public
IS BANGLADESH PART OF INDIA ? ? IF YES, WE DO NOT SAY ANYTHING. IF NOT, THEN WHY THE GOVERNMENT NOT ARRANGE CORONA VACCINE FROM OTHERS SOURCE ?
Tapan Kumar Biswas
১৬ জানুয়ারি ২০২১, শনিবার, ৭:২৪আমাদের উচিত ছিল একাধিক দেশ থেকে টিকা আনার পরিকল্পনা।এটা করলে অবশ্যই কোথাও থেকে পেয়ে যেতাম।এখন দরকার জরুরি ভাবে একাধিক দেশ থেকে আনার জন্য যোগাযোগ করা।