অনলাইন

ব্যক্তিগত বিমানে চড়ে হামলায় অংশগ্রহণ, ট্রাম্পের প্রতি দায়মুক্তির আবেদন

হেলাল উদ্দীন রানা, যুক্তরাষ্ট্র থেকে

২০২১-০১-১৬

যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলার ঘটনায় অংশ গ্রহণকারী জিনা রায়ান তাকে ক্ষমা করে দিতে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। জিনা হচ্ছেন এই হামলার

ঘটনার দ্বিতীয় ব্যক্তি যিনি প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতায় এই প্রেসিডেন্টশিয়াল পারডন বা দায়মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন। এর আগে ক্যাপিটল হিলে গায়ে পশুর চামড়া,মাথায় মহিষের শিং এবং শরীরে নানা উল্কি আঁকা সন্ত্রাসী জ্যাকব চ্যান্সলি ট্রাম্পের

প্রতি দায়মুক্তির আবেদন জানিয়েছিলেন। জিনা ক্যাপিটল হামলায় যোগ দিতে সুদূর টেক্সাস থেকে নিজের প্রাইভেট জেটে ওয়াশিংটনে উড়ে আসেন। উগ্র শেতাঙ্গবাদী জিনা ট্রাম্পের একজন কট্টর সমর্থক। জিনা রায়ান একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে এফবিআই-এর হেফাজতে আছেন। ড্যালাস মর্নিং নিউজ এ খবর দিয়েছে। এফবিআই ওয়াশিংটনের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা রিপোর্টে উল্লেখ করে, জিনা ফেইসবুকে আপলোড করা এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা যাচ্ছি। জীবন অথবা মৃত্যু। এটা কোন বিষয় নয়। এই ভিডিও পরে ইউটিউবেও ছাড়া হয়। যা এখন মুছে ফেলা হয়েছে। তবে জিনা স্হানীয় সিবিএস চ্যানেলকে শুক্রবার বলেছে, এনিয়ে কোন অনুশোচনা বোধ বা লজ্জার কোন কারণ দেখছিনা। বরং প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়ে নিজের দেশপ্রেমের পরিচয় দিয়েছি।

জিনা জানান,আমি ঈশ্বরে গভীর ভাবে বিশ্বাস রাখি। আমি প্রার্থনা করছি, ঈশ্বর এই অবস্থা থেকে আমায় রক্ষা করবেন।

 

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status