দেশ বিদেশ
রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
স্টাফ রিপোর্টার
২০২১-০১-১৮
রাজধানীর গুলশান এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানান, গতকাল সকাল ৭টার দিকে গুলশানের শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনের সড়ক পার হওয়ার সময় একটি মালবাহী পিকঅ্যাপ ভ্যানের ধাক্কায় আহত হন সাইফুল। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত সাইফুল ইসলাম কসাইয়ের কাজ করতেন। তিনি স্ত্রী ও তিন মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাড্ডার শাহজাদপুরে একটি বাসায় থাকতেন। তার বাবার নাম নুরুল হক। গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।