× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মার্শাল আর্ট কোচ সমশেরের বহিষ্কার দাবিতে মানববন্ধন

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২১, সোমবার

কারাতে ক্লাস করতে গিয়ে কোচের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান নাফিসা হাসান প্রকৃতি। গত বুধবার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ঘটে এই ঘটনা। প্রকৃতি মাথায় প্রচণ্ড আঘাত পান। তাকে নিয়ে যাওয়া হয় ইসলামিয়া হাসপাতালে। সিটি স্ক্যান করানো হয়। কিন্তু ঘটনার জন্য দায়ী কোচ সমশের আলম ভূঁইয়া নির্বিকার। এমনকি প্রকৃতি পড়ে যাওয়ার পরও তাকে মাটি থেকে তোলার বদান্যতাটুকু দেখাননি তিনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তার সতীর্থরা।
বৃহস্পতিবার সমশের ভূঁইয়াকে বহিষ্কারের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির কাছে আবেদন জানিয়েছে মার্শাল আর্ট কনফেডারেশন ও প্রকৃতির পরিবার। গত শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কোচ সমশেরের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছেন প্রকৃতির সতীর্থ ও কোচেরা। অসুস্থ হয়ে এখনো বিছানায় প্রকৃতি। মুঠোফোনে তার মা সেলিনা আক্তার রিমা বলেন, ‘১৩ জানুয়ারি ওরা ক্লাস করতে গিয়েছিল। শুরুর আগে লাইন ধরে দাঁড়াতে হয়। সেই সময় কোচ সমশের আলম ভূঁইয়া পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। কিন্তু পড়ে গেলেও প্রকৃতিকে মাটি থেকে ওঠাননি সমশের। দীর্ঘক্ষণ পর আরেক কোচ নাসিমা আক্তার জুঁই প্রকৃতিকে তুলে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে সিটি স্ক্যান করানো হয়। পরে বাড়ি নিয়ে আসি। কিন্তু এখনো ঠিকমতো রাতে ঘুম হয় না তার। বেশি নড়চড়া করলেই মাথায় ব্যথা হয়। কোচ সমশের আমাদের বাসাতেও এসেছিলেন। তবে নমনীয়তার বদলে তার কথাবার্তা ছিল ঔদ্ধত্যপূর্ণ। ফলে আমরা পরিবারের পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) কোচের শাস্তির ব্যাপারে আবেদন জানিয়েছি।’


তবে কনফেডারেশনের চিঠি এখনো হাতে পৌঁছেনি বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জাহিদ আহসান রাসেলের একান্ত সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত। চিঠিসূত্রে অভিযোগে জানা যায়, ক’মাস আগেও আনসারের খেলোয়াড় ও কোচ গোলাম সাব্বির মাসুমের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দিয়েছেন কোচ সমশের। এছাড়া প্রায় দেড় যুগ আগে এই কোচের সঙ্গে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে পক্ষাঘাতগ্রস্থ হয়ে পরবর্তীতে দু’জন জুডোকা মারা যান। বিষয়টি স্বীকার করে জুডো ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আলী আনোয়ার বলেন, ‘অনেক আগে সমশের ভূইয়ার দু’জন শিষ্য অনুশীলনে ব্যাথা পেয়ে পক্ষাঘাতগ্রস্থ হয়ে মারা গেছে আমি শুনেছিলাম। তাছাড়া প্রকৃতির ঘটনায় তার বাবা, মা বিওএতে চিঠি দিয়েছেন। তারপরও আমি সমশের আলমকে লিখিত বক্তব্য দিতে বলেছিলাম ঘটনা সম্পর্কে। কিন্তু সে কিছুই দেয়নি।’ অভিযুক্ত কোচ সমশের আলম ভূঁইয়া অভিযোগ সরাসরি অস্বীকার না করে বলেন, ‘অনুশীলন করতে গিয়ে ধাক্কা লেগেছে। আমিও পড়ে গিয়েছিলাম। সেখানেই আমার এক ছাত্র ছিল চিকিৎসক। তাকে বললাম, প্রকৃতিকে দেখার জন্য। আমি নিজেও প্রকৃতির সঙ্গে কথা বলেছি। সে বলেছিল, আমি ভালো আছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর