× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘স্বাধীনতার ৫০ বছর’ ফুটে উঠবে টাইগারদের জার্সিতে

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২১, সোমবার

তামিম ইকবাল, সাকিব আল হাসানরা মাঠে ছুটবেন তাদের গায়ে জড়িয়ে জাতীয় পতাকার রঙের জার্সি। যেখানে সবুজের মাঝে লাল সূর্য আরো টকটকে। হ্যাঁ, স্বাধীনতার ৫০ বছরকে এভাবেই রাঙাবে টাইগারদের জার্র্সি। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশেষ এই জার্সি নিয়ে গতকাল সংবাদমাধ্যমকে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান বলেন,  ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এবং এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা আমরা আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে।
এখানে অন্য কোনো রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরা হয়েছে। তুলে ধরেছি আমাদের বিজয়ের পর আমাদের বীর মুক্তিযোদ্ধারা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছেন সেটা এবং তার সঙ্গে আমাদের স্মৃতিসৌধ আমরা জার্সিতে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভালো লাগবে।’
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক হিসেবে বিশেষ মুদ্রা এবং আরও নানা পদক্ষেপের কথাও ভাবছে টাইগার ক্রিকেট প্রশাসন। ক্যারিবীয়দের বিপক্ষে এই আয়োজনের নামকরণও হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লাভেলো সিরিজ’। বিশেষ আয়োজন নিয়ে আকরাম খান বলেন, ‘আমরা আরও কিছু জিনিস করছি। কিন্তু যে সমস্যাটা হচ্ছে কোভিডের জন্য, আমাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আমরা পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করছি আরও কিছু করার। মুদ্রার ক্ষেত্রেও চেষ্টা করছি সেটা করার। দেখি আমরা ফাইনাল করবো। যেহেতু আমাদের হাতে সময় আছে।’ আগামী ২০শে জানুয়ারি  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর