× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রুদ্ধশ্বাস ফাইনালে হারল বার্সা, লাল কার্ড দেখলেন মেসি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, সোমবার

গত মৌসুমটা শিরোপা ছাড়াই কাটে বার্সেলোনার। চলমান মৌসুমের অর্ধেক পেরুনোর আগেই শিরোপা খরা কাটানোর সুযোগটা পেয়েছিল কাতালানরা। রোববার রাতের ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিল স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ ১৩ শিরোপাজয়ী বার্সা। রুদ্ধশ্বাস ফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয়বারেরর মতো সুপার কাপ ঘরে তুলেছে অ্যাথলেটিক বিলবাও।

শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি ম্যাচের শেষটা হতাশায় শেষ হয়েছে বার্সেলোনার। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালের শেষ মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন লিওনেল মেসি।

২০১৫ সালে বিলবাও শেষবার সুপার কাপ জিতেছিল বার্সেলোনাকে হারিয়েই। ৪০তম মিনিটে আঁতোয়ান গ্রিজমানের গোলে লিড নেয় বার্সা। সমতায় ফিরতে দেরি করেনি রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে নাম লেখানো বিলবাও। ৪২ মিনিটে অস্কার ডি মার্কোসের গোলে সমতা ফেরায় বিলবাও।
৭৭ মিনিটে গ্রিজমান আবারও এগিয়ে দেন বার্সেলোনাকে। শিরোপার সুবাস পেতে থাকা বার্সেলোনাকে হতাশায় ডোবান আসিয়ের। ৯০ মিনিটে দারুণ এক গোল করে বিলবাওকে শিরোপার মঞ্চে টিকিয়ে রাখেন আসিয়ের। হারতে বসা ফাইনালে দারুণভাবে ঘুরে দাঁড়ানো বিলবাও লিড নেয় অতিরিক্ত সময়ের শুরুতেই। ৯৪ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে লিড নেয় বিলবাও।



শেষ দিকে মেজাজ হারান মেসি। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে মাঝমাঠের কাছে আসিয়েরকে অহেতুক আঘাত করে বসেন বার্সেলোনা অধিনায়ক। ভিএআর দেখে মেসিকে লাল কার্ড দেখান রেফারি। বার্সেলোনার জার্সিতে প্রায় ১৭ বছর ও ৭৫৩ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন মেসি। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে তৃতীয়বার লাল কার্ড পেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর