× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

বৃটেনে মার্চ মাসে লকডাউন সহজ করার ব্যাপারে মন্ত্রিরা দৃঢ় আশাবাদী

অনলাইন

সাঈদ চৌধুরী
(৩ বছর আগে) জানুয়ারি ১৮, ২০২১, সোমবার, ৯:৫৩ পূর্বাহ্ন

ফরেন সেক্রেটারি ডমিনিক র‌্যাব টাইমস্কেল নির্ধারণ করে আশাব্যঞ্জক প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, মার্চ মাসে বৃটেনের লকডাউন সহজ করার ব্যাপারে মন্ত্রি পরিষদ দৃঢ় আশাবাদী। প্রথম পর্বের টিকাদান কার্যক্রম মধ্য-ফেব্রুয়ারি সময় সীমায় পূরণ হবে বলেও তারা আত্মবিশ্বাসী। এই সময়ে ১৫ মিলিয়ন সবচেয়ে দুর্বল মানুষকে প্রথম ডোজ  টিকাদান সম্পন্ন হবে।

ডমিনিক র‌্যাব প্রথমবারের মত একটি স্পষ্ট টাইমস্কেল স্থাপন করেছেন। টিকাদান কর্মসূচী এই মুহূর্তে চারটি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে ৮০ বছরের বেশি বয়সী এবং কেয়ার হোমের বাসিন্দারাও রয়েছেন।

ফরেন সেক্রেটারি বলেছেন, রোডম্যাপ অনুযায়ী বৃটনেরে সমস্ত প্রাপ্ত বয়স্কদের সেপ্টেম্বরের মধ্যে কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে। আমরা বসন্তের প্রথম দিকে আরও ১৭ মিলিয়ন ডোজ  টিকা প্রদান করতে চাই। তখন করোনা ভাইরাসে মারা যাওয়ার ঝুঁকিপূর্ণ ৯৯ শতাংশ মানুষেরর প্রথম জব তথা টিকা প্রদান করা হবে।
 

ডমিনিক র‌্যাব আরো বলেছেন, অবশ্যই যদি এর থেকে দ্রুত কাজ করা যায়, তবে তা হবে বোনাস। আর তখন ন্যাশনাল লকডাউন সে আলোকে সহজ করা হতে পারে। সম্ভবত আমাদের আগের টিয়ার পদ্ধতির মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরে আসবো। বর্ণমাউথ, ব্ল্যাকবার্ণ এবং স্লাও সহ বিভিন্ন স্থানে টিকাদান কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে সোমবার দশটি নতুন গণ টিকা কেন্দ্র চালু হওয়ার কথা রয়েছে।

এনএইচএস ইংল্যান্ডের চিফ এক্সিকিউটিভ স্যার সাইমন স্টিভেনস রবিবার বলেছেন, প্রতি ৩০ সেকেন্ডে একজন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।  এরমধ্যে প্রতি ৪ জনের একজন ৫৫ বছরের কম বয়সী। এ নিয়ে স্বাস্থ্যকর্মিরা কঠিন সময় পার করছেন। এনএইচএস হাসপাতাল সমূহ প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।

ভ্যাকসিন রোলআউটের গতিবেগকে তুলে ধরে স্যার সাইমন স্টিভেন জানিয়েছেন, বর্তমানে প্রতি মিনিটে ১৪০ জনকে ভ্যাকসিন দেয়া হচ্ছে।  এনএইচএস মানুষকে নতুনভাবে করোনাভাইরাস ধরার চেয়ে চারগুণ দ্রুত গতিতে টিকা দিচ্ছে। সরকারী তথ্য মতে শনিবারের মধ্যে কোভিড ভ্যাকসিন ৩.৫ মিলিয়ন ডোজ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ৪,২৪,৩২৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর