মৃত্যুর মুখ থেকে ফিরেছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। ভেবেছিলেন প্রিয় মাতৃভূমি, দেশবাসী তাকে কোলে তুলে নেবে। কিন্তু পেলেন উল্টো ফল। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে দেশে ফেরামাত্র বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করেছে রাশিয়ার পুলিশ। তাকে ও তার স্ত্রী ইউলিয়াকে বহনকারী বিমান নির্ধারিত বিমানবন্দরের পরিবর্তে গতিপথ পরিবতর্ন করে অন্য বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। বিমানের পাইলট এ জন্য যান্ত্রিক ত্রুটির অজুহাত তুললেও বিষয়টি অনুসন্ধানের ব্যাপার। আসলেই বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি কর্তৃপক্ষের চাপে পাইলট ‘যান্ত্রিক ত্রুটি’ আবিষ্কার করেছেন? গত বছর স্নায়ুগ্যাস প্রয়োগ করার ফলে মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন নাভালনি। কোমায় চলে গিয়েছিলেন তিনি।
The real patriot, returned to his motherland despite knowing the imminent danger to his life ! Lessons to those politicians who are absconding but claim to be patriot and opted to have an expatriate life in Luxury.
কালাম ফয়েজী
১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ৬:৫৭স্বৈরাচাররা সব সময়ই ন্যায়পন্থীদের ভয় পায়। কিন্তু আমার বিশাবাস উদারপন্থ নাভালনীর জয় একদিন হবেই হবে।