× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

চারবছর পর ইন্টারের জুভেন্টাস বধ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২১, সোমবার

টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ইন্টার মিলানের মাঠে আতিথ্য নেয় জুভেন্টাস। রোববার রাতে ইতালিয়ান সিরি আ’য় ইন্টারের কাছে ২-০ গোলে হেরেছে টানা নয়বারের চ্যাম্পিয়নরা। দারুণ জয়ে শীর্ষে থাকা এসি মিলানকে ধরে ফেলেছে আন্তোনিও কন্তের দল।

চারবছর পর জুভেন্টাসকে হারানোর স্বাদ পেল ইন্টার। আর কোন গোল হজম না করে লীগে জুভেন্টাসের বিপক্ষে ইন্টারের জয় ১০ বছর পর। ২০১০ সালের এপ্রিলে একই ব্যবধানে জেতে ইন্টার।

সান সিরোয় লড়াইটা ছিল শীর্ষ দুই গোলদাতার। ক্রিস্টিয়ানো রোনালদো (১৫ গোল) ও রোমেলু লুকাকুকে (১২ গোল) ছাপিয়ে ম্যাচের নায়ক আর্তুরো ভিদাল ও বারেল্লা। দ্বাদশ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে ইন্টারে যোগ দেয়া ভিদাল। সিরি আ’য় ইন্টারের জার্সিতে প্রথম গোল করলেন এই চিলিয়ান মিডফিল্ডার।
প্রথমার্ধের বেশিরভাগ সময়েই আক্রমণে আধিপত্য ছিল ইন্টারের। বিরতির পরও তা অব্যাহত থাকে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান মিডফিল্ডার বারেল্লা।

দুই ম্যাচ পর লীগে জয়ের স্বাদ পাওয়া ইন্টারের সংগ্রহ ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। তিন ম্যাচ পর লীগে হারের স্বাদ পাওয়া জুভেন্টাস নেমে গেছে পয়েন্ট তালিকার পাঁচে। আন্দ্রেয়া পিরলোর দলের সংগ্রহ  ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট। তিনে নাপোলি ও চার নম্বরে রয়েছে রোমা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর