আনন্দ স্বরূপ শুকলার হইতো মস্তিস্ক বিকৃতি ঘটেছে, মমতার যদি বাংলাদেশের প্রতি এতটা প্রীতি থাকতো তাহলেতো বাংলাদেশের তিস্তা নদীর নায্য হিস্যা দিয়েই ছাড়তো। আমরা মমতার মত একজন নেতৃকে চাইনা, চাই একজন বাংলাদেশের বন্ধুকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশী বলেই, বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেয় না।
ভারত এমন একটি দেশ যারা নিজন নিজেদের সার্থে সব কিছুই করতে পারে।
মমতা বন্দোপধ্যায় ৮০% কথা বাংলায় বলে, পশ্চিম বঙ্গের অফিসিয়াল ভাষা বাংলা, যে রাজ্যের ভাষা বাংলা সেতো বাংলার ই মুখ্যমন্ত্রী, সেতো তার দেশ বাংলাতেই থাকবে, কাণ্ডজ্ঞান হীন লোক কিভাবে নেতা আর মন্ত্রী হয় সাধারন মানুষ ভেবে পায়না, বিষয় টা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।।।।
Momota is by birth bangali, not Bangladeshi. But Modi start learning bengali to Turned into Bangladeshi. Because Bangladesh is progressing and many Indian leaders dreaming to work in Bangladesh one day they retire from politics
Sorry MR Ananda Shawrup Shukla.You have more land than Bangladesh.But you are extremely communal and your heart is very small.You have forgotten that out of 96000 freedom fighters against the British occupiers more 65000 Muslims gave their lives.But now you are killing the Muslims like cats and dogs.you have bracketed the Muslims religious freedom and you do not allow Muslims to say their prayers in Mosques.Such is the Indian culture now.So do not blame Momota foe her non communal attitude.
আমি যতোটুকু পড়াশোনা করেছি।ভারত কখোনো অসাম্প্রদায়িক দেশ ছিলো না। যেভাবে কট্টর হিন্দুত্ববাদের দিকে ছুটছে, পরিণতি ভয়াবহ।
এরা জাতিয় নেতৃকেও দেবীর মত বিসর্জন দিতে কুন্ঠা করেনা। ধর্মিয় ঊন্মাদনা ও ব্যর্থ রাজনীতি ভারতকে এভাবেই বিভক্ত করবে একদিন।
বাংলাদেশী লোক না গেলে কলকাতার মার্কেট জমে না , ব্যবসা খারাপ হয়। বাংলাদেশের রোগী না গেলে চিকিৎসা সম্পর্কিত ব্যবসা হয় না। আবার ওরা আমাদের উইপোকা বলে। ভোটার সময় " বাংলাদেশ " নিয়ে সস্তা রাজনীতি করে। এটা ভোটার খেলা। বর্তমান ভারতীয়দের মনমানসিকতা কৃপণ কিনা জানি না তবে তারা উদার না , এটা নিচ্চিত। ওরা আমাদের প্রতিবেশী দেশ কিন্তু ভ্রাতৃপ্রতিম দেশ না।
what do you think about Bangladesh? Huh,Don't play with the emotion of a nation.
You can bite each other. How come name of Bangladesh!! Without Bangladesh you are not even accepted in Nepal.
R.j
১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৯:১৫সবই রাজনীতি।দেখাযাক কি হয়।মমতা না থাকাই হয়তো ভালো যদি আমরা তিস্তার পানি পাই।