× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

নবীগঞ্জে আলোচনায় ৫ কাউন্সিলর

বাংলারজমিন

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে
১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

১৬ই জানুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আলোচনার শীর্ষে থাকা ৫টি ওয়ার্ডে বাজিমাত করেছেন নবনির্বাচিত ৫ কাউন্সিলর। পৌরসভার ভিআইপি ওয়ার্ডখ্যাত ৬ ওয়ার্ড থেকে চমক দেখিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জায়েদ চৌধুরী। সিলেট বিভাগের কনিষ্ঠ কাউন্সিলর হিসেবে তিনি পরিচিত। ওই ওয়ার্ডে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, তার সহোদর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজুসহ গ্রামের বিশেষ একটি অংশ। তাদের সমর্থিত উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেমকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন জায়েদ চৌধুরী। এবার প্যানেল মেয়র হিসেবে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। ৫ নং রাজাবাদ ওয়ার্ডে বিজয়ী হন বিএনপি নেতা লুৎফর রহমান (মাখন)। তিনি বিগত তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও জেলা মৎস্যজীবী লীগ নেতা ও প্যানেল মেয়র এটিএম সালামকে পরাজিত করে বিজয়ী হন।
এটিএম সালাম একসময় উপজেলা যুবদলের সভাপতি ছিলেন। ১ নং ওয়ার্ড থেকে বছরজুড়ে আলোচনার শীর্ষে থাকা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন দ্বিতীয়বারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হন। কথিত একটি হত্যা মামলায় সাময়িক বহিষ্কার এবং পুনর্বহাল হয়ে তিনি আলোচনার শীর্ষে ছিলেন। এ ছাড়াও ৯নং ওয়ার্ড থেকে চমক হিসেবে প্রথমবারের মতো বিজয়ী হন পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমদ চৌধুরী। তিনি বিএনপি নেতা ও বিগত চারবারের কাউন্সিলর আলাউদ্দিন মিয়াকে পরাজিত করে বিপুল ভোটে বিজয়ী হন। এ ছাড়াও শহর এলাকা বেষ্টিত ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে চমক দেখান উদীয়মান সমাজসেবক মো. ফয়জুর রহমান নানু মিয়া। আনমনু থেকে বিজয় হন তিনি। বিগত দুবারের কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদকে পরাজিত করে বিজয়ী হন নানু মিয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর