× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

পুতিন-ট্রাম্প সম্পর্ক নির্ধারণে তদন্ত কমিশনের প্রস্তাব /ক্যাপিটলে হামলার সময় হয়তো পুতিনের সাথে কথা বলছিলেন ট্রাম্প: হিলারি

অনলাইন

তারিক চয়ন
(৩ বছর আগে) জানুয়ারি ১৯, ২০২১, মঙ্গলবার, ৪:২১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ডনাল্ড ট্রাম্প সমর্থকদের দাঙ্গা নিয়ে নিজের পডকাস্টে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সাথে কথা বলেছেন। হিলারি ইঙ্গিত দেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তোবা ট্রাম্পের কাছে থেকে হামলার সর্বশেষ খবরও পাচ্ছিলেন।

মঙ্গলবার এক টুইটে হিলারি নিজেই ওই পডকাস্টে পেলোসির সাথে তার আলাপের সারসংক্ষেপ তুলে ধরে ক্যাপশনে লেখেনঃ

'পুতিনের সাথে ট্রাম্পের ঠিক কি সম্পর্ক তা নির্ধারণের জন্য কংগ্রেসের উচিত নাইন ইলিভেন কমিশনের মতো একটি তদন্তকারী দল প্রতিষ্ঠা করা যাতে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার যে ক্ষতি হয়ে গেছে তা ঠিক করতে পারি এবং কারো পুতুলকে পুনরায় প্রেসিডেন্টের পদ দখল করা থেকে বিরত রাখতে পারি।'

'ইউ এন্ড মি বোথ' নামের পডকাস্টে হিলারি পেলোসিকে বলেন তিনি ট্রাম্পের ফোন রেকর্ড পেতে আগ্রহী যাতে ক্যাপিটলে হামলার সময় ফোনের ওই প্রান্তে পুতিন ছিলেন কিনা তা বোঝা যায়। হিলারি বলেন, ট্রাম্প গণতন্ত্রকে অবজ্ঞা করেন। তার অন্য এজেন্ডাও ছিল। আশা করি একদিন জানা যাবে তিনি কার হয়ে কাজ করতেন, তার দড়িটা কোথায় বাঁধা ছিল।

পুতিন-ট্রাম্প সম্পর্ক নির্ধারণে তদন্ত কমিশনের  প্রস্তাবে একাত্মতা পোষণ করে পেলোসি জানান, তিনি নিজেও ট্রাম্পকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন এই বলে যে, 'মি. প্রেসিডেন্ট, আপনার সাথের সব রাস্তাগুলো আমাদের পুতিনের দিকেই নিয়ে যায়।' পেলোসি বলেন, 'পুতিন রাজনৈতিকভাবে, আর্থিকভাবে বা ব্যক্তিগতভাবে তার উপর কি প্রভাব রাখতেন তা আমি জানি না। তবে ক্যাপিটলে যা ঘটেছে তা পুতিনের জন্য ছিল একটা উপহার কারণ পুতিন আমাদের দেশে এবং বিশ্বজুড়ে গণতন্ত্রকে ক্ষুণ্ন করতে চান। এই দাঙ্গায় যারা অংশ নিয়েছিল তারা পুতিনের পুতুল।'।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর