রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২১, বুধবার
রাজারহাটে গরুর সঙ্গে বাস অশীতিপর শান্তি বালার পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। তিনি গতকাল শান্তিবালার বাড়ি চাকিরপশার ইউনিয়নের মালিপাড়ায় গিয়ে তার হাতে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন ও কম্বল তুলে দিয়েছেন। অশীতিপর শান্তিবালার সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। এর পর তিনি তাকে সহযোগীতা করার জন্য এ পদক্ষেপ গ্রহন করেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, সুযোগ আসলে পরবর্তীতেও শান্তি বালার জন্য সহযোগিতা থাকবে।