ঢাকা, ৫ মার্চ ২০২১, শুক্রবার
কিশোরগঞ্জে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বক্স
বাংলারজমিন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২০ জানুয়ারি ২০২১, বুধবার
কিশোরগঞ্জ জেলা শহরে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পুরান থানা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর একেএম ইয়াকুব প্রমুখসহ জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Liton
২০ জানুয়ারি ২০২১, বুধবার, ১১:৩২ট্রাফিক ভাইরা, সাধারণ রিকসাওয়ালা, ব্যানওয়ালাদেরকে হয়রানি করবেন না।