বাংলারজমিন
নওগাঁয় চালককে হত্যা করে রিকশাভ্যান ছিনতাই
নওগাঁ প্রতিনিধি
২০২১-০১-২০
নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন গঙ্গাকান্দি পাশের মাঠ থেকে সবুজ হোসেন (১৬) নামে এক কিশোর রিকশা-ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের মাগুড়া পাড়ার সাজ্জাত হোসেনের ছেলে। গতকাল বেলা ১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা সাজ্জাত হোসেন জানান, কেউ ভ্যানগাড়িটি ছিনতাই করে আমার ছেলেটাকে মেরে ফেলে রেখে গেছে।