× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নাটোরে ভূমিহীনদের উচ্ছেদ করে গৃহনির্মাণ প্রকল্প, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বাংলারজমিন

নাটোর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

ভূমিহীনদের উচ্ছেদ করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাটোরে গৃহনির্মাণ প্রকল্পের ঘর তৈরির অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকার ক্ষতিগ্রস্ত ভূমিহীনসহ কয়েকশ’ নারী-পুরুষ।
গতকাল দুপুরে সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের বাকশোর দোবিলা এলাকার কয়েকশ’ নারী-পুরুষ প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে। এ সময় দরিদ্র এসব নারী-পুরুষ অভিযোগ করেন, পর্যাপ্ত সরকারি পরিত্যাক্ত খাস জমি থাকা সত্ত্বেও এলাকার মানুষের আপত্তি উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভূমিহীনদের বাড়িঘর ভেঙে, গাছপালা কেটে ঘর নির্মাণ করছেন। এর ফলে সেখানকার ভূমিহীনরা আশ্রয়হারা হওয়ার শঙ্কায় ভুগছেন।
তারা বলেন, যাদের বাড়ি ঘর উচ্ছেদ করা হচ্ছে তারা নিজেরাই ভূমিহীন। অথচ তাদের বরাদ্দ না দিয়ে কাদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে সে ব্যাপারে জানে না। এদিকে ওই জায়গার পেছনে ব্যক্তি মালিকানা জায়গায় বসবাসরতরা জানান, সামনে ঘর নির্মাণ করা হলে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে।
এদিকে সরকারি এই জায়গা থেকে উচ্ছেদকারীদের ব্যক্তি মালিকানার জায়গা দিয়ে তৈরি হওয়া গ্রামীণ সড়ক দিয়ে আশেপাশের এলাকায় অন্তত ৩টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া বিলের কয়েকশ’ বিঘা জমির ফসল মহিষের গাড়িসহ বিভিন্নভাবে ঘরে তোলেন কৃষকরা।
ইতিমধ্যেই ওই জায়গার রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক গ্রামের মানুষের চলাচল ও জমি থেকে ফসল আনা নেয়া বন্ধ আছে।
রাস্তায় চলাচলকারী জামতৈল গ্রামের লোকজন জানান, হাট-বাজারসহ শহরের সঙ্গে যোগাযোগ ও যাতায়াতের এটিই একমাত্র রাস্তা। এটি বন্ধ হয়ে গেলে তাদের যাতায়াত বন্ধ হয়ে যাবে। অন্তত ৩ কিলোমিটার রাস্তা ঘুরে তাদের শহরের সঙ্গে যোগাযোগ করতে হবে। ফসল তোলা ও হাট-বাজারে যেতে সমস্যা হবে।
এলাকাবাসী আরো জানান, বাকশোর থেকে কালিগঞ্জ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার পাশে ফাঁকা খাসজমি ও জায়গা থাকলেও সেসব স্থানে ঘর নির্মাণ না করে ভূমিহীনদের উচ্ছেদ করে কেনই বা এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম  বলেছেন, সেখানকার লোকজন বিষয়টি নিয়ে ভুল বোঝার কারণে এ অবস্থা হয়েছে। জায়গা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। জনদুভোর্গ সৃষ্টি করে কোনো ঘর নির্মাণ করা হবে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর