বাংলারজমিন

সাঁথিয়ায় এলজিইডি’র সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

২০২১-০১-২১

পাবনার সাঁথিয়া উপজেলার এলজিইডির আরসিসি সড়ক নির্মাণ কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, পাবনার সাঁথিয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জি ও বি মেইনটেনেন্স প্রকল্পের আওতায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে আজাহার-আফসার আলী সড়কের সাঁথিয়া পৌরসভার তিন মাথা মোড় থেকে পোস্ট অফিস হয়ে ডা. আবুল হোসেনের বাড়ির মোড় পর্যন্ত প্রায় ২৫০ মিটার আরসিসি সড়কের নির্মাণ কাজের দায়িত্ব পান আহম্মেদ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও সাঁথিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বরত অসাধু কর্মকর্তার যোগসাজশে অনিয়ম করে আসছে। প্রথমত সড়কের নিম্ন মানের রড দেয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিতর্ক হয় সংশ্লিষ্ট ঠিকাদারের। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীর নিকট অভিযোগ করলে নিম্নমানের রড সরিয়ে নেয়া হয়।
অপরদিকে সরজমিনে দেখা যায় ঢালাই-মিক্সিংয়ে ব্যাপক অনিয়ম।  একদিকে মরা পাথর তা আবার ১ বস্তা সিমেন্টে ৫ কাড়াইয়ের পরিবর্তে ৭ কাড়াই পাথর ও ২ কাড়াই বালির পরিবর্তে সেখানে ৩ টুকরি বালি দিয়ে ঢালাই মিক্সিং করা হয়েছে। কাড়াইয়ের পরিবর্তে টুকরি ব্যবহারের কারণ হিসেবে জানা গেছে, টুকরিতে বেশি পরিমাণ বালি দেয়া যায়। মরা পাথর ও ময়লা আবর্জনা মিশ্রিত নি¤œমানের বালির ব্যবহার হওয়ায় কাজের মান নিম্নমানের হয়েছে। অপরদিকে ৮ ইঞ্চি ঢালাইয়ের ক্ষেত্রে ৭ ইঞ্চি ঢালাই করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী ও দায়িত্বরত কর্মকর্তাকে বললে তারা কোনো কর্ণপাত না করেই ঢালাইয়ের কাজ শেষ করেন। পরে সাংবাদিকের গোপন ক্যামেরা দিয়ে ঢালাই মিক্সিংয়ের ভিডিও করা হয়। তাতে সব কিছু ফুটে ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশল অফিসের এক কর্মচারী সাংবাদিককে জানান, তদন্ত এলে আজহার-আফসার আলী সড়কের প্রথম অংশের ১২ মিটারের মধ্যে থেকে স্যাম্পল নিয়ে ল্যাবে পাঠানো হবে। কারণ এই ১২ মিটার কাজ সিডিউল অনুযায়ী করা হয়েছে। তবে পুরো কাজই নয়-ছয় হয়েছে কিন্তু সাংবাদিকদের ভিডিও করার বিষয়টি টের পেয়ে মাধপুর-সাঁথিয়া সড়কের সঙ্গে লাগানো প্রথম অংশের মাত্র ১২ মিটার কাজ সিডিউল মোতাবেক করেন।
কাজের অনিয়ম প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা ও নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, পুরো কাজেই অনিয়ম হয়েছে। সড়ক নির্মাণ কাজে এক বস্তা সিমেন্টের সঙ্গে ৭ থেকে ৯ কাড়াই পাথর ও ৩-৪ টুকরি বালি দিয়ে ঢালাই মিক্সিং করা হয়েছে। তারা আরো বলেন, সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তিনি আমাদের ওপর রেগে উঠেন এবং অশালীন কথাবার্তা বলেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, কাজের মান খুব ভালো হয়েছে। কোনো প্রকার অনিয়ম করা হয়নি। তিনি বলেন, এক বস্তা সিমেন্টে ২ টুকরি বালি ও ৫ কাড়াই পাথর দিয়েই ঢালাই মিক্সিং করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status