শেষের পাতা

করোনায় একদিনে সাড়ে ৮ মাসে সবচেয়ে কম মৃত্যু

স্টাফ রিপোর্টার

২০২১-০১-২১

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। সর্বশেষ গত বছরের ৮ই মে ৭ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মারা গেছেন ৭ হাজার ৯৫০ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে  আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫৯টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১০টি। এখন পর্যন্ত  মোট ৩৫ লাখ ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ১৩ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮ জনই পুরুষ। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ২৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯২৪ জন। বয়স বিশ্লেষণে দেখা  যায়, মৃত ৮ জনের মধ্যে ৬০ বছরের উপরে ৫ জন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন  রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭  জন এবং চট্টগ্রামে ১ জন মারা গেছেন। ৮ জনই  হাসপাতালে  মারা গেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status