Bangladesh is now spineless country. So all India and Myanmar continuously torturing our nation without any reasons in the boarder, but Bangladesh don't have spine to strongly answer to them for their criminal work.
বাংলাদেশের মানুষের জম্ম হয়েছে দেশের ভেতরে ও বাইরে নির্যাতনের শিকার হ‌ওয়ার জন্য, মে দেশের সরকার ও প্রতিরক্ষা বাহিনী ভীতু মেরুদন্ড হীন, সেদেশের জনগণের কোনো মূল্য নেই,
বাংলাদেশী প্রহরী কী করেছে? তারা বাংলাদেশ এলাকায় এসে বাংলাদেশের জনগণকে নিয়ে যায়। তারা কি নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে? অভ্যন্তরীণ দেশের জন্য ব্যস্ত বাংলাদেশ বিজিপি। তবে তাদের উচিত প্রধান কাজকে প্রাধান্য দেওয়া। 1) বাংলাদেশ সীমান্ত সংরক্ষণ করুন। ২) সীমান্তের পাশে বাংলাদেশিদের বাঁচান
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের আশির্বাদপুষ্ট/পুতুল সরকারের নৌবাহিনী/ পুলিশের দৃষ্টতা মেনে নেওয়া যায়না। একটি স্বাধীন দেশের জেলেদেরকে এভাবে নির্যাতন বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিচয় বহন করে। অবিলম্বে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভারত সীমান্তের মতো পরিস্থিতি সৃষ্টি হবে।
Eng mounsur alam
২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৭:৫০বাংলাদেশ সীমান্ত সংরক্ষণ করুন