Sikkha protisthan bondho thakay lekhaporar jai khoti hoiyese ta kokhonoi purunio nh.......onk somoy hoise sikkha protisthan akhn khula abbossok.....Mohan Allah jar mrittu jaivab a rakhse saivab hobei....aitai soottto...
আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে অনেক বেশী ভালো হয়। আমরা অনেক শিক্ষার্থী গ্রামে থাকি। অনলাইন যে ক্লাস হয় নেটওয়ার্ক সমস্যা বা অনেক সমস্যার কারণে সব ক্লাস করতে পারিনা।গ্রামের বেশিরভাগ শিক্ষার্থীদের একই পরিণতি। বাহিরে বের হলেই দেখা যায়, রাস্তা ভর্তি মানুষ, হাট -বাজার, মার্কেট, বাস সব কিছুই আগের মত শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষাথীরা দীর্ঘদিন ঘরে বসে থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি বিশেষ করে আমরা মেয়েরা। আর কিছুদিন বন্ধ থাকলে শিক্ষাথীদের মেধা শূন্য দিকে এগিয়ে যাবে। তাই সবদিক বিবেচনা করে,দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।
আব্দুর রহমান সরকার
২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ৯:৪৮দাখিল/সম মান , আলিম/সম মান পরীক্ষা 2021 এর শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে স্বল্প পরিসরে হলেও শিক্ষা প্রতিষ্ঠান চালু করা যেতে পারে ।