ঢাকা, ৯ মার্চ ২০২১, মঙ্গলবার
গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে এইচএসসি’র ফল
শিক্ষাঙ্গন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) জানুয়ারি ২১, ২০২১, বৃহস্পতিবার, ৭:৫৪ অপরাহ্ন
জাতীয় সংসদে এইচএসসি ও সমমান পরীক্ষার তিনটি বিল পাশ হওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। আর গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেয়া হবে। ইতোমধ্যে শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
বিল তিনটি যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি অনুমোদনের সুপারিশ করেছেন। এটি যেদিন চূড়ান্ত অনুমোদন দেয়া হবে সেদিনই গেজেট আকারে প্রকাশ করা হবে। এর পর তিন দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কাজ শুরু করে দিয়েছি। এইচএসসি’র ফল প্রকাশের গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে রেজাল্ট দেয়া হবে।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
রাকিবা বেগম
২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ৮:৩২Ami chai khuv taratari amader result jananu houk.karon a te amader onek khoti hocce onek somoy nosto hocce..jai kora houk ta jeno taratari kora hoy..