× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার , ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

মুজিববর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের উদ্যোগে হুইলচেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২২ জানুয়ারি ২০২১, শুক্রবার

মুজিববর্ষ উপলক্ষে রংপুরে সফল উদ্যোক্তা সম্মাননা, হুইলচেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। প্রেস ক্লাব সভাপতি আব্দুর রশিদ বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। রংপুর প্রেস ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রক্তদাতার তালিকাসমৃদ্ধ একটি ওয়েবসাইটের উদ্বোধন করাসহ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মুজিববর্ষকে ঘিরে স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নৈশপ্রহরীদের শীত নিবারণে জ্যাকেট, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে আলোর প্রদর্শক বই, অসচ্ছল কর্মহীনদের মাঝে ভ্যান বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর