বাংলারজমিন
রাজারহাটে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২০২১-০১-২২
রাজারহাটে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) সহযোগিতায় ৫০০ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল সকালে প্রেসক্লাব রাজারহাট এর আয়োজনে প্রেসক্লাব চত্বরে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। প্রেস ক্লাব সভাপতি এসএ বাবলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. রাজু সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, বিআরএসএ-এর কেন্দ্রীয় সদস্য ও প্রেসক্লাব রাজারহাট এর উপদেষ্টা সাবরেজিস্ট্রার রামজীবন কুন্ডু, সরকারি এম.আই কলেজের অধ্যক্ষ আলহাজ সফিকুল ইসলাম (রানা) প্রমুখ।