স্টাফ রিপোর্টার (১ মাস আগে) জানুয়ারি ২২, ২০২১, শুক্রবার, ১২:১৬ অপরাহ্ন
ফাইল ফটো
সুন্দরবনের ভারতের অংশে দুই বাংলাদেশীর লাশ পাওয়া গেছে। নিহতরা হচ্ছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনো মিস্ত্রির ছেলে মিজানুর রহমান (৪০)। ভারতের ওই এলাকার সীমাখালী নামক খাল থেকে বৃহস্পতিবার বিকালে তাদের লাশ উদ্ধার করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দুই বাংলাদেশীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী জানান, বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
akhtar
২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ১০:২১
সুন্দরবনে বাঘের আক্রমণে নিহতদের খোঁজ মেলেনি। ঘটনার তিন দিন পর নিহতদের সঙ্গী আবু মুসা আজ রবিবার দুপুরে এলাকায় ফিরেছে। মুসার দাবি, তার সঙ্গী রতন ও মিজানুরকে বাঘে ধরে নিয়ে যায়। মুসা ওই ঘটনার প্রতাক্ষদর্শী। নিখোঁজ ব্যক্তিরা কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিল উদ্দীন বাঙ্গালের পুত্র রতন (৩৫) ও মনো মিস্ত্রীর পুত্র মিজানুর রহমান (৪০)।
২৪শে জানুয়ারী '২১ কালের কণ্ঠে প্রকাশিত খবর
akhtar
২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ১০:২১সুন্দরবনে বাঘের আক্রমণে নিহতদের খোঁজ মেলেনি। ঘটনার তিন দিন পর নিহতদের সঙ্গী আবু মুসা আজ রবিবার দুপুরে এলাকায় ফিরেছে। মুসার দাবি, তার সঙ্গী রতন ও মিজানুরকে বাঘে ধরে নিয়ে যায়। মুসা ওই ঘটনার প্রতাক্ষদর্শী। নিখোঁজ ব্যক্তিরা কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিল উদ্দীন বাঙ্গালের পুত্র রতন (৩৫) ও মনো মিস্ত্রীর পুত্র মিজানুর রহমান (৪০)। ২৪শে জানুয়ারী '২১ কালের কণ্ঠে প্রকাশিত খবর