এই প্রত্যাবাসন প্রক্রিয়া হবে সম্মতির ভিত্তিতে।---জীবন-মরণ সমস্যার সম্মুখীন হয়ে কেউ আশ্রয় প্রার্থনা করলে সুযোগ থাকলে তাকে আশ্রয় দিতে হয়; আমাদের অপারগতা সত্বেও আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, এখন মিয়ানমারে তাদের সেই জীবন-মরণ সমস্যা নেই ,তাই তারা ঘরে ফিরে যাবে এটাই স্বাভািক । সম্মতি অসম্মতির ধুয়া তুলে ঠাট্টা তামাশার মাধ্যমে এখানে প্রত্যাবাসনে বিলম্ব করার কোন অবকাশ নেই!
"সেসময় (২০১৮ সালে) মুসলিম রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে অসম্মতি জানিয়েছিল।" এ খবরটা মানবজমিন সঠিকভাবে উপস্থাপন করেনি বলে মনে হয়, কারণ রোহিঙ্গারা বলেছিল তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, এবং মানবিক অধিকার নিশ্চিত না করলে তারা সেখানে ফিরে যাবেনা। আশা করি খবরটা ঠিক ভাবে উপস্থাপন করবেন।
We know there is a conspiracy by India if not why hindu only
ভারত যেহেতু নিরলসভাবে বার্মাকে সমর্থন করে যাচ্ছে তাই বার্মা ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ হিন্দুদের ফিরিয়ে নিতে চায়।
Shahid-কে বলছি, তোমাদের মতো লোকের উস্কানিতে বিপথগামী হয়েই রোহিঙ্গারা দেশ-ছাড়া হয়েছে। তোমার যদি শহীদ হতে ইচ্ছে হয়, মায়ানমার আর্মির সাথে লড়াই করতে পারো, কারো আপত্তি নেই, কিন্তু যেসব রোহিঙ্গা নিজেদের ভুল বুঝতে পেরে আরাকানে ফিরতে চাইছে, তোমাদের কারণেই তারা সেটি পারছে না। বাংলাদেশ সরকারের উচিত Shahid-জাতীয় লোকদের চিহ্নিত করে রোহিঙ্গাদের সংস্পর্শ থেকে দূরে রাখা।
মুসলিম, ইসলাম এসব সাম্প্রদায়িক! আর অন্যরা অসাম্প্রদায়িক? বার্মার সাথে এত নতজানু কেন? বাংলাদেশে কোটি কোটি মুজাহিদ আছে আরাকান স্বাধীন করার। ডাক দেয়া হোক আরাকান থেকে মিয়ানমারকে বিতাড়নের।
Rana
২৯ জানুয়ারি ২০২১, শুক্রবার, ২:৫৪Bangladesh should make them (Rohingyas) determined to Return their own country in force....