বাহ ! দারুণ তো। কারাগারে ফুলশয‍্যা। এটাই বাংলাদেশ। টাকা দিলে খুন ধর্ষণ সব মাফ। হায় আফসোস। হত দরিদ্রের জন্যেই বাংলাদেশের বিচার।
Please find out who is this lady.
জানি এই লিখা পড়েই এক শ্রেণির মানুষ বলবে আমি নারী বিদ্বেষী অথবা সাম্প্রদায়িক ! তবে বিবেকের তাড়নায় কিছু না লিখেও... ১. যেহেতু নারী জাতি বলতেই মাত্রাতিরিক্ত একটা আবেগের বিষয় পরিলক্ষিত হয়, তাই নারীদের এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত না করাটাই বাঞ্চনীয়। ২. এদেশে মুসলিম ব‍্যতীত সরকারি অফিস-আদালত, ব‍্যাংক- বীমা সহ যে কোন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা মানেই দেশটাকে বিপদে ফেলা। আরো সহজ করে বললে খাল কেটে কুমির আনি/নিজের পায়ে নিজেই কুড়াল মারার শামিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সহ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই নীতিমালায় বিশ্বাসী হলেও আমরা নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে সরলতা দেখাতে গিয়ে এই দুটি জায়গাতে বারবার বিব্রত হওয়া সহ নানাবিধ মাশুল দিচ্ছি।
যে দেশে সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার, দে্িদ্বার, কুমিল্লার শিশু পরিবার সংযুক্ত প্রবিণ নিবাসের প্রতিবন্ধী প্রবিণ নিবাসীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে আশ্রয়হীন নিবাসীকে আশ্রয় হতে বের করার ষড়যন্ত্র হয় সেদেশে অনিয়ম ই নিয়ম হচ্ছে। মানবতা কোথায়? মানবতার জননীর নজরে এগুলো ধরা পড়ে না।
বর্তমান প্রেক্ষাপটে এসব ঘটনা কিছু না। তবে কে বা কাঁহারা এই ভিডিও ফাঁস করলো? কেন করলো?
কি আর বলব। যে দেশে সরকারী কর্মচারি কর্মকর্তাদের অনিয়ম ই নিয়ম ও রীতিতে পরিণত ।
Shakawet
২৩ জানুয়ারি ২০২১, শনিবার, ১:৫৫বাহ ! দারুণ তো। কারাগারে ফুলশয‍্যা। এটাই বাংলাদেশ। টাকা দিলে খুন ধর্ষণ সব মাফ। হায় আফসোস। হত দরিদ্রের জন্যেই বাংলাদেশের বিচার।