জাতীয় পাটি সেমি আওয়ামী লীগ।
গৃহপালিত ছাগলের দল
মন্ত্রীত্ব না পাওয়ার কষ্টে ২/৪ কথা বলে ফেলেন। এটা আমরা বুঝি।
আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি কোন দলের ? তবে আপনি না জানার ভ্যান করে নিজেকে আড়াল করার চেষ্টা, লজ্জা ছাড়া আর কিছুই না ? একটু বলুন, দেশে কি কোন আদর্শ রাজনৈতিক দল আছে ? বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামীলীগ আর বর্তমান আওয়ামীলীগ কি এক ? সোনা যেমন ব্যাবহার করতে করতে তার গ্রামার হারিয়ে ফেলে, তেমনি সব রাজনীতিক দলেরই আসল গ্রামার হারিয়ে ফেলেছে। এটাই সত্য !
বিয়ে বাড়ির বাজনা দলের মত ব্যান্ড পার্টি ভাড়া যাওয়ার মত জাতীয় পার্টির সংসদ সদস্যরা ভাড়া গেছে। আপনার আপত্তি কেন??
আপনার নিজের ভুমিকাও অজ্ঞাত। বাংলাদেশের এটাই প্রথম সার্কাস মার্কা রাজনৈতিক দল, যারা নির্বাচনের আগে, পরে এবং সংসদে অংশগ্রহণের পরেও জানেনা যে, তারা সরকারি নাকি বিরোধী পক্ষ এবং এই কঠিন সংসয় মিমাংসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। এরমধ্যে আপনি আবার নতুন কি বলতে চান বুঝতে পারি নাই।
Now a days government servants involved in luting and money laundering, purchasing property abroad. Politicians are less involved in luting.
Mustafijur Rahman Sh
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৪:৩০Awami Jatiya Party-AJP.