বহু আগে থেকেই বিজ্ঞজনেরা পিইসি ও জেএসসি'র পাবলিক পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছেন। মূলত এ দুটো পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ছাড়া কোনো উপকারে আসেনি। এ দুটো পরীক্ষা দিয়েছে কচি শিশুমনের উপর মাত্রাতিরিক্ত চাপের বিরূপ প্রভাব প্রতিক্রিয়া এবং শিক্ষা জীবন থেকে ঝরে পড়া। শিশু কিশোরদের অপরিণত বয়সে তাদের উপর পরীক্ষার বোঝা চাপিয়ে দিয়ে একঝাঁক শিক্ষার্থীকে একরকম শিক্ষা থেকে ঝরিয়ে পড়তে বাধ্য করা নয় কি? শিক্ষা থেকে যাদেরকে ঝরে পড়তে বাধ্য ও বঞ্চিত করা হয়েছে তাদের জীবনে অন্ধকার নেমে আসা স্বাভাবিক। এরপর এরা যখন নানারকম অপরাধে জড়িয়ে পড়ে তখন অন্ধকার নেমে আসে পরিবারের উপর। ভূপেন হাজারিকার 'না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে'র মতো এরাও ফোটার আগেই ঝরে পড়ে। হতাশা থেকে এরা যখন অপরাধের পথে পা বাড়ায় তখন এদেরকে বলা হয় 'কিশোর অপরাধী'। যাই হোক, কচি শিশুদের উপর পরীক্ষার বোঝা না চাপিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে যুক্তিযুক্ত। আমরাই তাদেরকে বলে থাকি 'একবার না পারিলে দেখো শতবার'। তাহলে তারা একবার না পারলে আমরা শতবার তাদেরকে শেখাতে পারবোনা কেনো? পরীক্ষা নয়, মানুষ হওয়ার জন্য বরং শিক্ষাটাই জরুরি। এ প্রসঙ্গে আরেকটি বিষয়ের দিকে নজর দেয়া আবশ্যক। সেটা হচ্ছে, কোচিং বাণিজ্য। কোচিং বাণিজ্য শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্তরায়। মাঝখান থেকে অভিভাবকদের উপর বাড়তি খরচের চাপ তৈরি হয়। সুতরাং, কোচিং বাণিজ্যও বন্ধ করা অপরিহার্য। আগামী মাস থেকে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। তবে কোচিং সেন্টার খোলা ঠিক হবে না। কারণ করোনা'র গতি প্রকৃতি বিশ্বের অনেক দেশে নতুন মোড় নিচ্ছে। তা ছাড়া করোনা ভাইরাস এখনো নিঃশ্বেস হয়ে যায়নি। বিদ্যালয় খুললেও তাই কোচিং সেন্টার খুলতে দেয়া ঠিক হবে না।
Juned Ahmed Chowdhur
২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ২:২৪Psc o Jsc examination satro jibone kub joruri,karon er maddome valo satrora aro valo hoy ebong tader vitor utshaho jugai jar karone mul teke ekti satro goria ute,jar fole ssc hsc te valo result hoy.borong ekta kaj kora jete pare durbol satro ke fail raka jabe na tader ke o ekta certificate dia upor er class e porar bebosta raka joruri,jai ta British o europe kore take tara fail satro ke o ekta certificate dia upor er class e promotion dei.