× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চাঁপাই নবাবগঞ্জে বীরাঙ্গনার সম্পত্তি উদ্ধার ও রাজাকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন

বাংলারজমিন

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

চাঁপাই নবাবগঞ্জে বীরাঙ্গনা রহিমা বেগমের সম্পত্তি উদ্ধার ও রাজাকারের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে বীরাঙ্গনার পরিবারের সদস্যরা।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেঙের সম্মেলন কক্ষে বীরাঙ্গনা রহিমা বেগমের সন্তান ও পরিবারবর্গের ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বীরাঙ্গনার নাতি আব্দুল মালেক।
লিখিত বক্তব্যে  বলেন, রাজাকার নজরুল ইসলাম, লতিফুর রহমান লুকা, মকবুল হোসেনসহ স্থানীয় ২৯ জন ব্যক্তি প্রায় ২৭ বিঘা জমি জোর-পূর্বক দখল করে খাচ্ছে। কোথাও গিয়ে প্রতিকার পাওয়া যায়নি। তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে বীরাঙ্গনার সন্তান ও পরিবার সদস্যদের।
পরিবারের দাবি, জমিগুলো উদ্ধারের প্রতিকার চাই। সঙ্গে সঙ্গে রাজাকারের দ্রুত বিচারের দাবি করেন তারা।

এদিকে রাজাকার ৬ জনের নামে ২০১০ সালে মামলা করলে উচ্চ আদালত থেকে জামিনে আছেন ৩ জন। আর তিনজন মারা গেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, বীরাঙ্গনার ছেলে সফিকুল ইসলাম, মেয়ে শাবানা, ছেলের বউ সাবিনা বেগম, বড় ছেলের বউ তহমিনা খাতুনসহ পরিবারের সদস্যরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর