× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দৌলতপুরে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ভাটামালিকদের হাতাহাতি

বাংলারজমিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার

কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানকে কেন্দ্র করে ভাটামালিকদের ডাকা জরুরি সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সভা স্থগিত করা হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে দৌলতপুর গার্লস হাইস্কুল মিলনায়তনে ভাটামালিকদের ডাকা সভায় ইটভাটা মালিকদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাটামালিকদের ডাকা জরুরি সভা স্থগিত করা হয়েছে।
সভায় উপস্থিত থাকা ভাটা মালিকরা জানিয়েছেন, সম্প্রতি দৌলতপুরের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ভাটা মালিকদের বিপুল অংকের অর্থ জরিমানা করে। জরিমানার টাকা দৌলতপুর ইটভাটা মালিক সমিতি থেকে পরিশোধ করার কথা। সে লক্ষ্যে গত রোববার রাতে দৌলতপুর ইটভাটা মালিক সমিতির জরুরি সভা ডাকা হয়। দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে সভা শুরু হলে গত ২০শে জানুয়ারি দৌলতপুরের ১২টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৬৯ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ ভাটামালিক সমিতির পক্ষ থেকে পরিশোধ করার কথা উপস্থাপন করা হলে সমিতির সভাপতি রমজান আলী সে অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেন।
এ নিয়ে জরিমানা দেয়া ভাটামালিকদের সঙ্গে সমিতির সভাপতি রমজান আলীর বাকবিতন্ডার একপর্যায়ে বিএইচএন ব্রিক্‌স’র মালিক আসাদুজ্জামান শাওন ক্ষুব্ধ হয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতি রমজান আলীর ওপর হামলা চালালে উভয়ের মধ্যে হাতাহাতি ও একে অপরকে কিল ঘুষি মারার ঘটনা ঘটে। এ সময় হৈ চৈ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে সভায় উপস্থিত থাকা ভাটামালিকরা উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভাটামালিক সমিতির ডাকা জরুরি সভা স্থগিত করে।
এ বিষয় দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জহরুল আলম জানান, ইটভাটা মালিক রমজান আলী ও আসাদুজ্জামান শাওন এর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি সমঝোতার চেষ্টা করা হয়েছে। তবে ভাটা মালিক সমিতির জরুরি ডাকা সভা স্থগিত করা হয়েছে।
এদিকে দৌলতপুর ইটভাটা মালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কেউ দৌলতপুর থানায় অভিযোগ দেয়নি বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ও ২০শে জানুয়ারি দৌলতপুরে পরিবেশ অধিদপ্তর ১৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জরিমানা করে। ২৬টি ভাটার মধ্যে বাকি ১১টি ইটভাটায় অভিযান পরিচালিত না হওয়ায় ওইসব ভাটামালিকরা সমিতির পক্ষ থেকে জরিমানার অর্থ পরিশোধে অপারগতা দেখায়। এ নিয়ে ভাটামালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর