ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার
পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় এক দিনমজুর নিহত হয়েছেন। তাঁর নাম সোলেমান হোসেন (৪৯)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের বাসিন্দা। সোমবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে সোলেমান নাটোর-পাবনা মহাসড়কের মুলাডুলি বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাবনাগামী মাছরাঙা পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই চালক ও তাদের সহযোগীদের (হেলপার) বাসটি ফেলে পালিয়ে যান। পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে সোলেমান হোসেনের লাশ উদ্ধার করেন।