অনলাইন

মোমেন-কেরি ফোনালাপ

কূটনৈতিক রিপোর্টার

২০২১-০১-২৬

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে প্রায় আধঘন্টাব্যাপী আলোচনা করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মঙ্গলবার সন্ধ্যার ওই আলোচনায় তারা জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নিয়েও কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছে, জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে তা নিয়ে তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় মন্ত্রী মোমেন জন কেরিকে ঢাকা সফরের সাদর আমন্ত্রণ জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরপরই জন কেরিকে প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন। হোয়াইট হাউসে প্রথম কর্মদিবসে বাইডেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেয়া সংক্রান্ত ফাইলও অনুমোদন করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status