করের সাড়ে ৩ কোটি টাকা নিজ অ্যাকাউন্টে জমা, কমিশনার বরখাস্ত
অনলাইন
অর্থনৈতিক রিপোর্টার (১ মাস আগে) জানুয়ারি ২৬, ২০২১, মঙ্গলবার, ১০:২১ অপরাহ্ন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তা করদাতাদের দেয়া সাড়ে তিন কোটি টাকার বেশি অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজের ব্যাংক হিসাবে জমা করেছেন।
সরকারের টাকা অভিনব উপায়ে আত্মসাৎ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার সেই কর্মকর্তা সহকারী কর কমিশনার মেজবাহউদ্দিন আহমদকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
এনবিআরের বরখাস্ত আদেশে বলা হয়েছে, খুলনা কর অঞ্চলের এই কর্মকর্তা করদাতাদের প্রদত্ত চেক প্রথমে বিভিন্ন হিসাবে জমা করে আবার তা নিজের চেকের মাধ্যমে উঠিয়ে আত্মসাৎ করেন। এনবিআরের তদন্তে প্রমাণিত হওয়ার পর তাকে প্রথমে সাময়িক বরখাস্ত এবং আজ চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হলো।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Hello
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৬:৪৫
Send him to Amazon jungle for 3 years.
Kazi
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৫:২৪
তার একাউন্ট থেকে টাকা আদায় হয়েছে কি না ??
Gulzar
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ১:০০
He is following to our ex finance minister, this is nothing only TAKA35000000.00......
Hello
২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৬:৪৫Send him to Amazon jungle for 3 years.