অনলাইন
নিজের ভোট দিতে পারেননি মনোয়ারা
অনলাইন ডেস্ক
২০২১-০১-২৭
সহিংসতা আর নানা অনিয়মের মধ্যে ভোট চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে। সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি ভোট বর্জন করেছেন। আজ বুধবার সকাল ১০টার পর তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন। মনোয়ারা বেগম মনি সাংবাদিকদের বলেন, তিনি নিজের ভোটই দিতে পারেননি। তার এজেন্টদের মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে। তিনি আরও বলেন, এখনই এ নির্বাচন স্থগিত করতে হবে।