রাজধানী ইসলামাবাদের সবথেকে বড় পার্ক ফাতিমা জিন্নাহ পার্ককে বন্ধক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। খাঁদের কিনারায় থাকা অর্থনীতিকে বাঁচাতে প্রায় ৫০০ বিলিয়ন রূপি বা ৩ বিলিয়ন ডলার ঋণ পেতে এই পার্ক বন্ধক দিচ্ছে দেশটি। করাচিভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, ফাতিমা জিন্নাহ পার্ক বন্ধক দেয়ার বিষয়ে আগামী মন্ত্রীসভার বৈঠকে আলোচনা করার কথা রয়েছে। এই পার্কটি প্রায় ৭৫৯ একরের। এটি পাকিস্তানের সবথেকে বড় সবুজ এলাকাগুলোর একটি।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির দুরাবস্থা কাটাতেই শেষ চেষ্টা হিসেবে পার্ক বন্ধক রাখা হচ্ছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের সবথেকে বড় উৎস। দেশ দুটির সঙ্গে সম্প্রতি পাকিস্তানের স¤পর্ক বর্তমানে নিম¥মুখি।
গত বছরের আগস্ট মাসে সৌদি আরব পাকিস্তানকে ঋণ নেয়া ৩ বিলিয়ন ডলার ফেরতের জন্য চাপ দেয়। পাকিস্তান পরিস্থিতি সামলাতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে সৌদি আরবে পাঠায়। তবে এতে সৌদি আরব চাপ দেয়া থেকে সরে আসেনি। পরে চীন এসে পাকিস্তানকে উদ্ধার করে সে দফায়। সম্প্রতি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার উৎস সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানি শ্রমিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা দিয়েছে।
Md Qamruzzaman khan
২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ২:৪৯Alhamdulillah. Allah is punishing the barbarians of Pakistan