বাংলারজমিন
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
২০২১-০১-২৮
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় সাকিব (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কপিলমুনির দিকে যাওয়ার সময় হাবিবনগর মাদ্রাসা ও বাদাম তলার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খুলনার দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে সাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি এজাজ শফী।
স্থানীয়রা জানায়, খুলনার দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে সাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি এজাজ শফী।