বাংলারজমিন

রাজারহাটে স্কাউট’র ত্রি-বার্ষিক সম্মেলন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

২০২১-০১-২৮

বাংলাদেশ স্কাউটস্‌ রাজারহাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্কাউটস্‌ ভবন সংলগ্ন হেলিপ্যাড মাঠে সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা স্কাউটস্‌ রাজারহাট নূরে তাসনিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্‌ কুড়িগ্রাম জেলা শাখার কমিশনার মো. মোশাররফ হোসেন, জেলা সম্পাদক মো. শাহাবুদ্দিন এলটি, খন্দকার খায়রুল আনম এলটি, সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস্‌ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত পূরবী সরকার শম্পা, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান, প্রেস ক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
শতকরা ৯৯ ভাগ কাউন্সিলরের উপস্থিতিতে তাদের প্রস্তাব ও সমর্থনের মধ্যদিয়ে একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে উপজেলা অফিসার নূরে তাসনিম সভাপতি, সহ-সভাপতি ৫ জন, কমিশনার পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। সম্পাদক পদে পুনরায় প্রধান শিক্ষক  (অব.)  মো. আবদুল লতিফ মোল্লা, কোষাধ্যক্ষ পদে প্রধান শিক্ষক লুৎফর রহমান আশু, যুগ্ম সম্পাদক কৃষ্ণনাথ চক্রবর্ত্তী নির্বাচিত হন।  
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status