× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ববি’র ৩২২ জন স্মার্টফোনবিহীন শিক্ষার্থী পেলেন সফট লোন

শিক্ষাঙ্গন

ববি প্রতিনিধি
(৩ বছর আগে) জানুয়ারি ২৮, ২০২১, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন

করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ এবং সার্বিক অনলাইন শিক্ষা সুবিধা গ্রহণের লক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩২২ জন শিক্ষার্থী পেলেন স্মার্টফোন ক্রয়ের জন্য সফট লোন।

২৭শে জানুয়ারি ২০২১ তারিখ দুপুর ১২ টায়  উপাচার্য কার্যালয়ে সফট লোন কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি করোনা মোকাবেলায় সরকারের গৃহীত সকল পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এত প্রতিকূল অবস্থার মাঝেও সরকার কারোনা মোকাবেলাসহ দেশের সকল খাতকে সচল রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। যার দরুন করোনা মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকাংশেই এগিয়ে।

সফট লোন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক ভাবে তিনজন শিক্ষার্থীর মাঝে আট হাজার টাকা করে লোনের চেক হস্তান্তর করা হয়।  বাকি ৩১৯ জন শিক্ষার্থীর লোনের টাকা তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর