× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

পরিবেশ ফেলোশিপ পেল স্টামফোর্ড সাংবাদিক ফোরাম

শিক্ষাঙ্গন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) জানুয়ারি ৩১, ২০২১, রবিবার, ৬:২৫ অপরাহ্ন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামকে আবু আহমেদ মজুমদার পরিবেশ ফেলোশিপ-২০২১ প্রদান করা হয়েছে।

আজ রোববার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)কর্তৃক ফেলোশিপ প্রদান ও চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র- (ক্যাপস)'র পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড.কামরুজ্জামান মজুমদার। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর মোশাররফ হোসেন এবং সভাপতি হাসান ওয়ালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

শুভেচ্ছা বক্তব্যে ড.কামরুজ্জামান মজুমদার বলেন, পরিবেশের জন্য সবসময় কাজ করে যাচ্ছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাথে এই সেতুবন্ধন এই কাজকে আরও বেগবান করবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মুহাম্মাদ আলী নকী তার বক্তব্যে বলেন, পরিবেশ সংক্রান্ত সংবাদ সাধারণ মানুষের জন্য সহজে পরিবেশন করতে পারবে সাংবাদিকরা। সাংবাদিক ফোরাম এবং ক্যাপস একযোগে কাজ করলে পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করা আরও অনেক সহজ হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম ইলিয়াস মিরন বলেন, এখন পরিবেশ দূষণ অনেক বেড়ে গিয়েছে। পরিবেশ সংক্রান্ত যে কাজগুলো হয় তার বেশি করে প্রচার প্রয়োজন।
সাংবাদিক ফোরাম এখানে ভূমিকা উল্লেখযোগ্য রাখতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন, সাংবাদিক ফোরামের কো-কনভেনর তপন মাহমুদ, অধ্যাপক ড.গুলশান আরা লতিফা, পল্লিমা সংসদের সভাপতি হাফিজুর রহমান ময়না, আবু আহমেদ মজুমদার পরিবারের সদস্য ফজলে আজিম, আসাদুজ্জামান মজুমদার ও এ্যাডভোকেট মারুফা গুলশান আরা,পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসাইন, আব্দুল্লাহ আল নাঈম।

আরো উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এস কে শাওন, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিক টিপু,দফতর সম্পাদক সাইফুন মুবিন পল্লব, অর্থ সম্পাদক আফরোজা ইসলাম, কার্যকরী সদস্য আমিনুর রহমান হৃদয়, সদস্য ফারজানা আক্তার রিয়া,তমাল খান প্রমুখ।

প্রসঙ্গত,আগামী এক বছরের জন্য স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামকে
এ ফেলোশিপ প্রদান করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর