× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /৫০টি সিনেমার প্রস্তাব ফিরিয়েছি - সিদ্দিক

বিনোদন

মাজহারুল তামিম
২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার

গত বছর হুট করে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সিদ্দিকুর রহমান। তবে সেটা এখনও বাস্তবে প্রতিফলিত হয়নি। তিনি এই জগত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছেন না। দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত, স্বাভাবিকভাবেই ইচ্ছে থাকার পরও অভিনয়ের মায়া ত্যাগ করতে পারছেন না। এ বিষয়ে মানবজমিনকে সিদ্দিক জানান, ধীরে ধীরে তিনি অভিনয় থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন। তবে সিদ্দিক ভক্তদের জন্য সুখবর হলো অভিনয়ে আগের মতো না করলেও শোবিজের সঙ্গেই থাকছেন এ অভিনেতা। কাজ করছেন ক্যামেরার পেছনে। অভিনয়ে নিরব থাকলেও সরব তিনি পরিচালনায়।
সিদ্দিক বলেন, সম্প্রতি আমার লিখা ও নির্দেশনায় দুটি নাটকের কাজ শেষ করলাম। এর একটি হলো  'লাভার ৪২০' আর অন্যটি 'দ্য জঙ্গল'। সিলেটের শ্রীমঙ্গলে শুটিং করেছি। আসন্ন ঈদে একটি বেসরকারি চ্যানেলে এগুলো প্রচার হবে। সামনে আরও নাটক বানাতে চাই। নিয়মিত পরিচালনা করতে চাই। এর আগে ৩৯ টি নাটক পরিচালনা করেছেন সিদ্দিক। সামনে 'চামচা কোম্পানি প্রাইভেট লিমিটেড' ও 'ডিভোর্স ক্লাব' নামের দুটি নতুন ধারাবাহিক পরিচালনা করবেন। শুধু নাটক না, সিনেমাও বানাবেন বলে জানান সিদ্দিক। এ অভিনেতা বলেন, এবার সরকারি অনুদানের জন্য একটা সিনেমা ইতোমধ্যে দিয়েছি। সিনেমাটির নাম 'রেডিও ৭১'। মুক্তিযুদ্ধের ওপর সিনেমা। আমি নিজের চোখে মুক্তিযুদ্ধে দেখিনি। তবে মুক্তিযুদ্ধকে নিজের মধ্যে ধারণ করি। আমাদের ও সামনের প্রজন্ম ১৯৭১ সালকে ভুলে যাবে এটা চাই না। সেজন্য একাত্তরের ওপর আমার নিজের লেখা গল্পে সিনেমা বানাতে যাচ্ছি। যুদ্ধের সময় যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ছিল রেডিও। সেটাকে তুলে ধরতে চাই। সরকার যদি অনুদান দেয়, তার সাথে আরও ৫০ লাখ থেকে ১ কোটি টাকা বিনিয়োগ করবো। কারণ অল্প বাজেটে সিনেমাটা হবে না। মানুষ মুক্তিযুদ্ধকে আবার নতুন করে বড় ক্যানভাসে দেখবে যদি সিনেমাটা বানাতে পারি। এর আগে সিনেমা না বানালেও একটি সিনেমায় অভিনয় করেছেন সিদ্দিক। নাম 'এইতো ভালোবাসা'। পরিচালনা করেছিলেন শাহীন কবির টুটুল। অভিনেতা বলেন, আমি ৫০টি সিনেমার প্রস্তাব ফিরিয়েছি। কারণ আমার চিন্তাভাবনার সঙ্গে  বাংলাদেশে যে ধরণের সিনেমা হয় তা মিলে না। সিদ্দিকের অভিনয়ে পথচলা শুরু ২০০৫ সালে। তারপর থেকে অনেক নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ‘কবি বলেছেন’, ‘হাউজফুল’, ‘গ্রাজুয়েট’, ‘মাইক’, ‘বন্ধু এবং ভালোবাসা’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’, ‘ড্যান্স ডিরেক্টর’প্রভৃতি সিদ্দিক অভিনীত উল্লেখযোগ্য খণ্ড ও ধারাবাহিক নাটক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর