× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ডিসেম্বরের মধ্যে ভারতের ৫ জন পূর্ণবয়স্কর মধ্যে ১ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন: সমীক্ষা

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ফেব্রুয়ারি ৫, ২০২১, শুক্রবার, ৯:৪৭ পূর্বাহ্ন

গত ডিসেম্বরের মধ্যেই ভারতের জনসংখ্যার প্রতি ৫ জন পূর্ণবয়স্কর ১ জন জ্ঞানত অথবা অজ্ঞানত কোভিড আক্রান্ত হয়েছিলেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সেরোলজিক্যাল সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এই সঙ্গে সমীক্ষা জানাচ্ছে যে এদের শরীরে আন্টিবডিও তৈরি হয়ে গেছে তাৎক্ষণিকভাবে। ১৩০ কোটির দেশে ২১.৪  শতাংশ ব্যক্তিই কোভিড এর শিকার ছিলেন বলে আই  সি এম আর এর সেরো সমীক্ষা জানাচ্ছে।  জুলাই এর পর মহিলা ও শিশুরা বেশি আক্রান্ত হয়েছে বলেও সমীক্ষার রিপোর্ট। ইতিমধ্যে ভারতে ৫০ উর্ধ ব্যক্তিদের ভ্যাকসিন দেয়া খুব অল্পদিনের মধ্যেই শুরু হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। একটি সাব গ্রুপ তৈরি হচ্ছে ষাটোর্ধদের নিয়ে। ভারতে তারাই প্রথমে ভ্যাকসিন পাবেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভ্যাকসিন পাওয়া মানেই কারো করোনা হবে না, এমনটি নয়।  ভ্যাকসিন নিয়েও করোনা হতে পারে কিন্তু সেক্ষেত্রে তা হবে ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ অসুখ।
বাড়িতেই যার চিকিৎসা সম্ভব হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর