ভারত
নির্ধারিত সময়ের আগেই ভারত-চীন সেনা অপসারণ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-০২-১৫
এ যেন গোপাল অতি সুবোধ বালক মার্কা ঘটনা। পূর্ব লাদাখের প্যাংগং সো থেকে সেনা অপসারণে অত্যন্ত দ্রুততা দেখাচ্ছে যুযুধান দু পক্ষ ভারত এবং চীন। এতদিন পর্যন্ত দুই দেশের সেনাবাহিনী রনং দেহি মূর্তি নিয়ে সামনাসামনি দাঁড়িয়েছিল। ১০ ফেব্রুয়ারি সেনা অপসারণ সম্পর্কিত সিদ্ধান্তটি হওয়ার সঙ্গে সঙ্গে দু পক্ষেরই তৎপরতা শুরু হয়ে যায়। ২০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ সেনা অপসারণের দিন ঠিক হলেও তার পাঁচদিন আগেই অধিকাংশ সেনা সরে গেছে প্যাংগং সো থেকে। সরিয়ে নেওয়া হয়েছে ট্যাংক এবং হাউতজার কামানগুলিও। ফিল গুড একটি হাওয়া বইছে প্যাংগং সোতে। সেনা অপসারণ পুরোপুরি শেষ হলেই দু দেশের কমান্ড্যান্ট পর্যায়ের দশম বৈঠকটি বসবে। মতানৈক্যের বাকি বিষয়গুলি এই বৈঠকে মিটিয়ে নেয়া যাবে আশা করছে দু দেশই।