× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কোভিডের দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল ভ্যারিয়েন্ট রুখতে সক্ষম ভারতীয় ভ্যাকসিন? পরীক্ষা শুরু

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ফেব্রুয়ারি ১৮, ২০২১, বৃহস্পতিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

ভারতে উৎপাদিত কোভিশিল্ড এবং কোভ্যাকসিন কি দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল থেকে আসা কোভিড জীবানু রুখতে সক্ষম? পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে সেই পরীক্ষা এবং গবেষণা শুরু হয়েছে বলে জানা গেছে।  সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে কোভিডের এই জীবানু যাকে সাউথ আফ্রিকান ও ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, তা ভারতে ঢুকেছে। চারজন দক্ষিণ আফ্রিকার এবং একজন ব্রাজিলের কোভিড জীবানু দ্বারা আক্রান্ত হয়েছে। এই জীবানু দ্রুত সম্প্রসারণশীল কিনা এবং ভ্যাকসিন দ্বারা উৎপাদিত আন্টিবডিকে এই জীবানু হার মানাতে পারে কিনা তাই নিয়ে গবেষণা শুরু করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি।  তবে ভারতের কোন অঞ্চলের মানুষ এই দক্ষিণ আফ্রিকার জীবানু অথবা ব্রাজিলের জীবানু দ্বারা আক্রান্ত হয়েছে তা জানান হয়নি। ভ্যাকসিন গ্রহিতাদের দেহ থেকে সিরাম নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে বলে জানান হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার জীবানু দ্রুত সম্প্রসারণশীল এবং দুই ভ্যারিয়েন্টই মানবদেহের আন্টিবডি জয় করতে সক্ষম। কোভিশিল্ড ও কোভ্যাকসিন এই জীবানু প্রতিরোধে কতটা সক্ষম হবে, পরীক্ষা তাই নিয়েই।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর