বিনোদন

অঙ্কিতাকে আক্রমণ

বিনোদন ডেস্ক

২০২১-০২-২১

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই লাইমলাইটে চলে আসেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। নিত্যদিন  দেখা যেত সোশ্যাল মিডিয়ায় সুশান্তের জন্য ন্যায় বিচার চেয়ে তিনি গর্জে উঠছেন! একদিকে যখন সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছিল রিয়া চক্রবর্তীকে, গোটা দেশের চোখে তিনিই হয়ে উঠেছিলেন 'সেরা ভিলেন', ঠিক তখনই আপামর ভারতবাসীর সহানুভূতি ছিল অঙ্কিতার প্রতি। এমনকি তাকে সুশান্তের 'বিধবা' আখ্যাও দেওয়া হয়। কিন্তু আচমকাই ছন্দপতন! কয়েকটা মাস ঘুরতে না ঘুরতেই জীবনযাপন সম্পূর্ণ বদলিয়ে ফেললেন অঙ্কিতা! তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের চিত্রটাই গেল বদলিয়ে! রাতদিন সেখানে শোভা পেতে শুরু করল তার নাচের ভিডিও, কখনও বা উদ্দাম পার্টির ছবি, কখনও বা প্রেমিক ভিকির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত! আর এতেই মন ভাঙল সুশান্ত অনুরাগীদের! তাদের মনে প্রশ্ন আসতে শুরু করল, যে সুশান্তকে তিনি নাকি এত ভালোবাসতেন, ব্রেক আপের ৬ বছর পরও যার ছবি বাড়ির দেওয়াল থেকে খুলে ফেলেননি, দরজায় যার নামের নেমপ্লেট আজও বসানো, তার মৃত্যুর কিছুদিনের মধ্যেই তিনি কীভাবে এত আনন্দ ফূর্তিতে মাততে পারলেন?  সুশান্তের জন্য তার কান্না কি শুধুই কুমিরের অশ্রু ছিল? সম্প্রতি অঙ্কিতা একটি নাচের ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কালো ববি প্রিন্টের স্কার্ট-এ সে কী উদ্দাম নাচ... কমেন্ট সেকশন দেখেই স্পষ্ট নেটিজেনরা তার উপর কী চূড়ান্ত খাপ্পা! অঙ্কিতার নাচের ভিডিও দেখে নেটিজেনদের কেউ লিখেছেন, আপনি তো বেশ ভদ্র ছিলেন, হঠাৎ কী হল?, কেউ বা বলছেন, এসব আপনাকে মানায় না, কারও বা মন্তব্য, সুশান্তের মৃত্যুতে দেখছি আপনি বেজায় খুশি হয়েছেন, নাচা আর থামছেই না, প্রায় সকলেই নাচের ভিডিওটিকে একবাক্যে 'অশ্লীল' বলেছেন!
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status