বিনোদন
সরব সুইটি
স্টাফ রিপোর্টার
২০২১-০২-২২
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সরব তিনি। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করছেন তিনি। রাজনীতিতে জড়ালেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না বলেও জানান অভিনেত্রী। অভিনয় নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে বাংলাদেশ বেতারের জন্য প্রায় দুই বছর পর একটি নাটকে কাজ করেছেন। নাটকের নাম ‘একটি দলিল ও একজন ভ্যানচালক’। মাসুম রেজার রচনায় এ নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী। এটি মুজিববর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে ‘পিছুটান’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শুধু টিভি নাটকেই নয়, অভিনেত্রী নাম লিখেছেন ওয়েব দুনিয়াতেও। ‘ওভারটাইম’ শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে সুইটিকে। এদিকে অভিনয়ের বাইরে পাঁচ বছর পর আবারো উপস্থাপনায় ফিরলেন তিনি। আরটিভির ‘বউ-শাশুড়ি’- শিরোনামের একটি টকশো উপস্থাপনা করছেন বলে জানান। ব্যস্ততা প্রসঙ্গে সুইটির ভাষ্য, আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। এই নাটকের মাধ্যমেই দর্শকরা আমাকে চিনেছে। এখান থেকে দূরে থাকার কোনো ইচ্ছে নেই। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পর্দার ভালো কাজে নিজেকে যোগ রাখবো। দুই মাধ্যমে নিয়মিত থাকবো।