× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

শেখ জামালের টানা চার ড্র

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার

টানা পাঁচ ম্যাচ জয়ের পর আবাহনীর সঙ্গে এসে প্রথম পয়েন্ট খোয়ায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। পরের ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ড্র করে বসুন্ধরা কিংসের সঙ্গে। এরপরেই ছন্দ হারায় ক্লাবটি। ড্র করে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ উত্তর বারিধারার বিপক্ষে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামেও একই দৃশ্যের অবতারণা ঘটালো শেখ জামাল। তিন তিন বার এগিয়ে গিয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করেছে তারা। প্রিমিয়ার লীগে দুই দলের ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়। টানা চার ড্র করা শেখ জামাল ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে পুলিশ এফসি।
দশম মিনিটে এগিয়ে যায় টানা তিন ড্র করে আসা শেখ জামাল। সুলাইমান সিল্লাহ’র পাস ধরে এক ছুটে ডি-বক্সে ঢুকে পড়েন ওমর জোবে। নিখুঁত শটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড। অষ্টাদশ মিনিটে ছোট ডি-বক্সের ভালো জায়গা থেকে উড়িয়ে মেরে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করেন জোবে। প্রথমার্ধের শেষ দিকে গোল হতে থাকে মুড়ি-মুড়কির মতো! ৩২তম মিনিটে ৩০ গজ দূর থেকে কিরগিস্তানের মিডফিল্ডার মুরোলিমজন আখমেদভের শট জিয়াউর রহমান জিয়ার মাথার উপর দিয়ে জালে জড়ায়। আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসা জিয়া বুঝে উঠতেই পারেননি আখমেদভের শট। ৪০তম মিনিটে ফের এগিয়ে যায় শেখ জামাল। জোবের নিচু ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি আরিফ খান জয়। দুর্বল শটে বল তুলে দেন ভালিজনভ ওতাবেকের পায়ে। নিচু শটে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ফ্রেডরিক পোডা জোরালো শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। জিয়া বলের লাইনে থাকলেও আটকাতে ব্যর্থ। সমতায় ফিরে পুলিশ এফসি। পোস্টের নিচে বারবার খেঁই হারানো জিয়াকে তুলে নিয়ে দ্বিতীয়ার্ধ্বের শুরুতে মামুন খানকে নামান শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক। রক্ষণে ভুল করা আরিফকে তুলে এসানুর রহমানকে নামান পুলিশ এফসি কোচ নাইম পাকির আলি। ৪৯তম মিনিটে সিল্লাহ’র শট পোস্টে লেগে ফেরার পর ফাঁকায় থাকা সলোমন কিং ফিরতি শটে এগিয়ে নেন শেখ জামালকে। ৬০তম মিনিটে মোহাম্মদ স্বাধীনের ক্রসে গোলমুখ থেকে মোহাম্মদ জুয়েলের টোকায় জল ছুটছিল জালের দিকে। শেষ মুহূর্তে ফিরিয়ে দেন শেখ জামালের ত্রাতা ডিফেন্ডার মোজাম্মেল হোসেন নিরা। অবশ্য ভিডিওতে মনে হয়েছে বল পেরিয়ে গিয়েছিল গোললাইন। নয় মিনিট পর বক্সের জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করে শেখ রাসেলকে সমতায় ফেরান জুয়েল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর