ঢাকা, ১৭ এপ্রিল ২০২১, শনিবার
যুক্তরাজ্যের পর স্কটল্যান্ডে লকডাউন প্রত্যাহারের রোডম্যাপ ঘোষণা
অনলাইন
খালেদ মাসুদ রনি, ব্রিটেন থেকে
(১ মাস আগে) ফেব্রুয়ারি ২৪, ২০২১, বুধবার, ৬:০১ অপরাহ্ন
যুক্তরাজ্যের পর এবার স্কটল্যান্ডে লকডাউন প্রত্যাহারের রোডম্যাপ ঘোষণা করেছেন দেশটির ফার্স্ট মিনিস্টার নিকলো স্টারজন। আগামী দুই মাসের মধ্যে তিনধাপে এ লকডাউন প্রত্যাহার করা হবে বলে মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টকে জানিয়েছেন। তিনি বলেছেন, আমি আশাবাদী আগামী এপ্রিলের শেষ সপ্তাহে দোকান, রেস্তোঁরা, জিম, হেয়ারড্রেসার, বারসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। এপ্রিল থেকে স্কটল্যান্ডের অর্থনীতি পুনরায় চালু হবে।
নিকোলা স্টারজন বলেছেন, স্কুল খোলার পাশাপাশি আগামী ১৫ মার্চ থেকে দুই পরিবারে চার জনকে বাহিরে দেখা করতে দেয়া হবে। ভাইরাসকে দমন করতে বিধিনিষেধের ওপর` নির্ভর করা দরকার` আমাদের। তিনি বলেন, যদি আমাদের পরিকল্পনা অনুসারে চলে তাহলে আগামী দুই মাসের ভিতরে লকডাউন তিনটি পর্যায়ে কমিয়ে দেয়া হবে। লকডাউন কীভাবে লাঘব হবে তা মার্চের মাঝামাঝি আরো বিশদভাবে বলতে পারবেন বলে সংসদকে জানান।