বাংলারজমিন
কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মাদ্রাসা সুপার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২০২১-০২-২৫
কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আমিনুল হক (৪২) মিঠামইন উপজেলার শ্যামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার। এবং মামলার বাদী মো. হারুন অর রশিদ কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাতুয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটে থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জে আনার পর গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে।